তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT এবং মিশরের গোয়েন্দা সংস্থার দ্রুত সতর্কবার্তায় কাতারে হামাসের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েল হামাসের উচ্চপদস্থ নেতাদের ওপর দোহায় বড় ধরনের হামলার পরিকল্পনা করে। তবে তুরস্ক বিষয়টি আগেভাগেই কাতারকে জানায়। সতর্কবার্তা পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই কাতারি কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে বৈঠকের স্থান থেকে হামাস নেতাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
ফলে সম্ভাব্য ভয়াবহ হত্যাযজ্ঞ এড়ানো সম্ভব হয়।
এই ঘটনাকে হামাস সমর্থকরা “কাতার, তুরস্ক ও মিশরের সফল সমন্বয়” বলে উল্লেখ করেছে।