ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে সংগঠনের নেতারা কবর জিয়ারত করেন এবং আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। এ সময় শহীদ আবরার ফাহাদের গর্বিত পিতাও সেখানে উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, আবরার ফাহাদ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় শহীদ হয়েছেন। তাঁর ত্যাগ তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করছে। তাঁরা আরও বলেন, ডাকসুর এই বিজয় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক, যা শহীদ আবরারের আদর্শ ও ত্যাগকে আরও অর্থবহ করেছে।