জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “ভোট গণনার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাকে হাসপাতালে পাঠাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমাদের প্রিয় সহকর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”