জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুক্রবার বিকেল ৪টার মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে। সারারাত গণনার কাজ চলছে। দ্রুত শেষ করতে সকালে অভিজ্ঞ জনবল আনার পরিকল্পনা রয়েছে।”
এর আগে রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি গণনার ফলাফল এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুটি টেবিলে একসঙ্গে ভোট গণনা চলছে। তবে ভোরে কয়েকটি হলে প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ রাখতে হয়। যেসব হলে এজেন্টরা ছিলেন, সেসব হলে গণনা অব্যাহত রয়েছে।