জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট। তারা হুঁশিয়ারি দিয়েছে, শুক্রবারের মধ্যেই ফলাফল ঘোষণা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিকেল পাঁচটায় জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা অতিক্রম হলেও এখনো পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। কেবল ২১টি হল সংসদের ফলাফল প্রকাশিত হয়েছে। অথচ কেন্দ্রীয় সংসদে দ্বিগুণ সংখ্যক প্রার্থী থাকায় বিলম্ব বাড়ছে এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপিপন্থি শিক্ষকদের একটি অংশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ছাত্রদল ও বাগছাস মিলে ওয়েমার মেশিনে ভোট গণনা বন্ধ করেছে দুর্বল অজুহাতে। তারা ওই প্রতিষ্ঠানকে জামায়াতি বলে প্রচার চালালেও প্রমাণসহ দেখানো হয়েছে, প্রতিষ্ঠানটি আসলে বিএনপিপন্থিদের নিয়ন্ত্রিত। তবুও জটিলভাবে ম্যানুয়াল গণনা চালানো হচ্ছে, ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন।
তিনি স্পষ্ট করে বলেন, “আমরা অবিলম্বে জাকসুর ফলাফল ঘোষণা চাই। আজকের মধ্যে ফল না দিলে কঠোর অবস্থান নিতে বাধ্য হব।”