ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী প্যানেলের কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সহপাঠীরা। অভিযোগ উঠেছে, সর্বমিত্রকে মৃত্যুর হুমকি দেওয়ার পর এবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও অকার্যকর করে দেওয়া হয়েছে।
এদিকে জানা গেছে, জগন্নাথ হলের অন্তত দশজন শিক্ষার্থী যারা ভিপি সাদিক কায়েমকে ভোট দিয়েছেন, তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট মহল।
শিক্ষার্থীদের মতে, স্বাধীন দেশে পাহাড়ি কিংবা ভিন্নধর্মাবলম্বী কারও ভোটাধিকার কেড়ে নেওয়ার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেছেন, শুধু ভোট দেওয়ার কারণে যদি কারও ওপর হামলা বা নির্যাতন চালানো হয়, তবে এর পাল্টা জবাব খুব কঠিনভাবেই দেওয়া হবে।