বাংলাদেশের হয়ে সাম্প্রতিক চারটি টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে তিনটিতেই হাফসেঞ্চুরি করেছেন লিটন দাস। দুর্দান্ত ফর্মে থাকা লিটন এ সময়ে গড়েছেন দুটি নতুন রেকর্ডও।
গত বছর অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের দখলে ছিল বাংলাদেশের হয়ে সর্বাধিক ছক্কার (৭৭) রেকর্ড। সেটি ভেঙে এখন এক নম্বরে উঠে এসেছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। একইসঙ্গে রিয়াদকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। তার সামনে এখন কেবল সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের আগে মাহমুদউল্লাহ ১৪১ ম্যাচে করেছিলেন ২৩.৫০ গড়ে ২৪৪৪ রান। সেটিই ছিল বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে লিটন খেলেছেন ৫৯ রানের ইনিংস, যা তাকে ২৪৯৬ রানে পৌঁছে দিয়েছে। সাকিবকে ছাড়িয়ে শীর্ষে উঠতে তার প্রয়োজন আর মাত্র ৫৬ রান। একই ম্যাচে একটি ছক্কা হাঁকিয়ে তিনি বাংলাদেশের হয়ে সর্বাধিক ছক্কার মালিকও হয়েছেন—বর্তমানে তার ছক্কার সংখ্যা ৭৮।
এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও জায়গা করে নিয়েছেন রেকর্ডবুকে। হংকংয়ের বিপক্ষে তার ইনিংস এখন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। শীর্ষে আছেন সাব্বির রহমান, যিনি ২০১৬ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ৮০ রান। এছাড়া তাওহিদ হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে গড়া ৯৫ রানের জুটি এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে সর্বোচ্চ ছিল ২০১৬ সালে সাব্বির ও সাকিবের গড়া ৮২ রানের জুটি।