টানা পরিশ্রম ও নানান প্রতিকূলতার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণার আগে অঝোরে কেঁদে ফেলেন প্রধান নির্বাচন কমিশনার। অমানবিক চাপ সহ্য করে দায়িত্ব পালন করায় জাবিয়ানরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁদের প্রতি স্যালুট জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে। এসময় ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ তোলেন, কমিশন নাকি জামায়াত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে। অভিযোগের প্রেক্ষিতে কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিন বাদ দিয়ে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেয়।
তবুও ছাত্রদল ও বাম দলগুলো নানা অজুহাত দেখিয়ে নির্বাচন বর্জন করে। তবে শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম গণমাধ্যমে প্রমাণ উপস্থাপন করে জানান, ওএমআর মেশিন সরবরাহকারী ব্যক্তি জামায়াত নয়, বরং বিএনপির রাজনীতির সাথেই সম্পৃক্ত। উল্লেখযোগ্য বিষয় হলো, জাবি ভিসি ও নির্বাচন পরিচালনা কমিটির অধিকাংশ সদস্যই বিএনপিপন্থী শিক্ষক।







