জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী এবং নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাই। বিশেষ করে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ছাত্রসমাজের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।
জামায়াত আমির আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা দোয়া করি। নির্বাচিত প্রতিনিধিরা, শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত মানে পৌঁছাবে বলে আমরা প্রত্যাশা করি।