জুলাই আন্দোলনের বীর কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজের বড় ভাই মাজহারুল ইসলাম (ফাহিম) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন।
দেশবাসীর মন নাড়িয়ে দেওয়া ফাইয়াজের সেই ছবিটি এখনো অনেকের মনে গেঁথে আছে—বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে, দুই হাত সাদা মোটা রশিতে বাঁধা, হাতে একটি কাপড়ের ব্যাগ, আর তাকে প্রিজনভ্যান থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর এবং তিনি ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তিন ভাইয়ের মধ্যে মেজো ফাইয়াজ, আর বড় ভাই মাজহারুল ইসলাম এবারকার জাকসু নির্বাচনে জিএস পদে জয়ী হয়ে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছেন পরিবারে। বিজয়ের খবরে উচ্ছ্বসিত ফাইয়াজ বলেন, “ভাইয়ের এই জয় আমাদের পরিবারের জন্য গর্বের, এটি জুলাই আন্দোলনের চেতনারই প্রতিফলন।”







