রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রকাশ্যে গুলি চালানো সেই কুখ্যাত ছাত্রলীগ সন্ত্রাসী আখেরুজ্জামান ওরফে তাকিম অবশেষে ধরা পড়েছে।
২০১২ সালের ২ অক্টোবর ক্যাম্পাসে এক সংঘর্ষের সময় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সহসভাপতি তাকিমকে পিস্তল বের করে শিবির কর্মীদের উদ্দেশ্যে গুলি চালাতে দেখা যায়। ছাত্রত্ব না থাকা সত্ত্বেও ওই বছরের জুন মাসে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে তাকিম সহসভাপতির পদ পেয়েছিল।

তাকিমের সন্ত্রাসী কর্মকাণ্ড এখানেই থেমে থাকেনি। ওই বছরের ১৫ জুলাই রাতে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে বিশ্ববিদ্যালয় শাখার কর্মী আবদুল্লাহ আল হাসান ওরফে সোহেল রানা গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তাকিম ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল হোসেনের নাম উঠে আসে।
বহুদিন ধরে পলাতক থাকা কুখ্যাত এই ছাত্রলীগ সন্ত্রাসীর আটক হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।