ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নারী প্রতিনিধিদের নিয়ে কটাক্ষ করায় ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গবেষণা সহযোগী মো. রাকিবুল মবিনকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাকিবুল মবিন সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর নারী প্রতিনিধিদের ছবি শেয়ার করে তাদেরকে ‘হাউস স্লেভস’ বা গৃহদাসী বলে কটূক্তি করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দাখিল হলে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় বিআইজিডি।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকিবুল মবিনের পোস্ট তার ব্যক্তিগত মতামত হলেও এটি কোনোভাবেই বিআইজিডি’র মূল্যবোধ বা অবস্থানকে প্রতিফলিত করে না। তারা যেকোনো বৈষম্যমূলক, অসম্মানজনক বা অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানায় এবং নৈতিক ও পেশাদারি অবস্থান বজায় রাখতে তার সঙ্গে সম্পর্কের অবসান টেনেছে।