বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শীর্ষ নেতারা। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহীদি।
কূটনৈতিক মহলে ছাত্রশিবিরের এ উপস্থিতি সংগঠনের জন্য একটি ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে আসা হলেও এবার আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক অঙ্গনে শিবিরের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণে তা বাস্তব রূপ পেয়েছে।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অংশগ্রহণ ভবিষ্যতে বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।