বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, ইসলামী রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের কল্যাণ ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য।
তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সেবা হবে আমানত, আর নেতৃত্ব হবে জবাবদিহিমূলক।”
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গার বাজার এলাকায় ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজাহারুল ইসলাম বলেন, “ইসলামবিদ্বেষী স্বৈরাচার শেখ হাসিনা আমাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করেছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে ভোট দিন। আমাকে একবার নির্বাচিত করে দেখুন, আপনাদের আমানতের খেয়ানত করব না।”
নিজেকে “এতিম ও বৃদ্ধ” উল্লেখ করে আজাহারুল ইসলাম বলেন, “আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমি কখনই নিজেকে এতিম ভাবব না।”
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।