চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ তাদের ৩৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। বুধবার (৮ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার প্রকাশ করা হয়।
ঘোষিত ইশতেহারের মূল লক্ষ্য হিসেবে জোটটি শিক্ষার্থীবান্ধব, আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। ইশতেহারের ৯টি প্রধান অগ্রাধিকারমূলক বিষয় নিম্নরূপ—
১. আবাসন সংকট সমাধান: সকল শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত ও নিরাপদ আবাসন নিশ্চিত করা।
২. যাতায়াত ব্যবস্থা উন্নয়ন: নির্ধারিত রুটে পর্যাপ্ত শাটল ট্রেন ও বাস সার্ভিস চালুর দাবি।
৩. স্বাস্থ্যসম্মত খাবার: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যানটিনে মানসম্মত ও সাশ্রয়ী খাবার নিশ্চিত করা।
৪. নিরাপদ ও গ্রিন ক্যাম্পাস: মাদকমুক্ত, সহিংসতামুক্ত ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।
৫. সেশনজট নিরসন: বিভাগীয় একাডেমিক কার্যক্রম সময়মতো সম্পন্ন ও ফলাফল দ্রুত প্রকাশের ব্যবস্থা।
৬. অটোমেশন: প্রশাসনিক ও একাডেমিক প্রক্রিয়া ডিজিটালাইজ করা।
৭. শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন: গবেষণামুখী শিক্ষা এবং চাকরি ও উদ্যোক্তা উন্নয়ন সহায়তা বৃদ্ধি।
৮. নারীবান্ধব ক্যাম্পাস: নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ও চলাচলে সুবিধা নিশ্চিত করা।
৯. ওয়েলফেয়ার কার্যক্রম: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, চিকিৎসা সহায়তা ও জরুরি তহবিল গঠন।
ইশতেহার ঘোষণার সময় ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর নেতারা বলেন,
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও কল্যাণে এই ইশতেহার আমাদের অঙ্গীকার। নির্বাচিত হলে চাকসুকে প্রশাসনের পরিপূরক নয়, বরং শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।”
উল্লেখ্য, চাকসু নির্বাচন সামনে রেখে বিভিন্ন সংগঠনের প্যানেল ইতোমধ্যে ইশতেহার ঘোষণা শুরু করেছে। ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ইশতেহারকে এবারের নির্বাচনের অন্যতম পূর্ণাঙ্গ ও শিক্ষার্থী-কেন্দ্রিক ইশতেহার হিসেবে দেখা হচ্ছে।