আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার দাবি করা তৃতীয় স্ত্রী তামান্না হাতুন।
সম্প্রতি ফেসবুকে এক পোস্টে তামান্না অভিযোগ করেন, কাসেমী তার তথাকথিত ‘শরীয়াহ ভিত্তিক’ বিবাহ সংস্থার মাধ্যমে মেয়েদের ধনী পুরুষদের সঙ্গে স্বল্পমেয়াদি ‘কন্ট্রাক্ট বিয়ে’ করিয়ে দেন। এসব বিয়ের মেয়াদ এক থেকে দুই মাসের বেশি নয়। এরপর যখন ওই নারীরা প্রশ্ন তোলেন, তখন কাসেমীর লোকজন বলে, “বউ বেশি তর্ক করে, তাই ছেড়ে দেওয়া হয়েছে।”
তামান্না জানান, “আমি কাসেমীর তৃতীয় স্ত্রী, মৌখিকভাবে ১০ হাজার টাকায় কাবিনে বিয়ে হয় আমাদের। পরে যখন আমি প্রতিবাদ করি, তখন সে আমাকে তালাক দেয়। তবুও সম্পর্ক চালিয়ে যেতে থাকে এবং আমার গর্ভে সন্তান আসে। পরে সে জোর করে আমাকে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটায়।”
তিনি আরও অভিযোগ করেন, গর্ভপাতের কিছুদিন পর কাসেমী কুষ্টিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করেন। এ ঘটনায় ১৪ অক্টোবর তিনি থানায় মামলা করেছেন বলে জানান তামান্না।
তামান্নার দাবি, “আমি আগে ভেবেছিলাম, আমি ভালো কাজের সঙ্গে যুক্ত। কিন্তু এখন বুঝছি, আমি প্রতারণার এক ভয়ংকর জালে জড়িয়েছিলাম। যদি ওদের থামানো না যায়, আরও বহু নারী এমন প্রতারণার শিকার হবেন।”
উল্লেখ্য, সম্প্রতি ধর্মীয় বক্তা আবু ত্বহা আদনানের বিরুদ্ধেও একই ধরনের পরকীয়ার অভিযোগ উঠেছিল তার দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে।
