নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ভারত সীমান্তের কাছাকাছি চীন তাদের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক আধুনিকায়ন কার্যক্রম চালাচ্ছে।
চিত্র অনুযায়ী, সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বড় আকারের সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) সিস্টেম স্থাপন করা হয়েছে। বিশেষভাবে নির্মিত এই স্থাপনাগুলো স্লাইডিং ছাদযুক্ত শক্তিশালী আশ্রয়কেন্দ্রের ভেতর থেকেই মিসাইল নিক্ষেপ করতে সক্ষম।
বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন কাঠামো বিমান হামলা, স্যাটেলাইট নজরদারি এবং ড্রোন আক্রমণ থেকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে, যা চীনের প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি করবে।
ভারত-চীন সীমান্তে গত কয়েক বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর দুই দেশই সীমান্ত এলাকায় সামরিক শক্তি বৃদ্ধি করছে। চীনের এই নতুন আধুনিকায়ন কার্যক্রম সেই উত্তেজনাকে নতুন করে উসকে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
