রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষে অন্তত ১৫ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।
চাক্ষুষ প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীদের বরাতে জানা যায়, দুপুরের দিকে “স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি”-র ব্যানারে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষকরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন। মিছিলটি প্রেসক্লাবের সামনের সড়কে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এসময় শিক্ষক ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন, যাদের মধ্যে অন্তত ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আন্দোলনের আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমানসহ শীর্ষ নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে শিক্ষক নেতাদের ওপর হামলা চালিয়েছে এবং শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাহত করেছে।
অন্যদিকে পুলিশ দাবি করেছে, আন্দোলনকারীরা অনুমতি ছাড়াই সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন এবং তারা যান চলাচলে বাধা দিচ্ছিলেন—তাই আইনশৃঙ্খলা রক্ষায় ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবি, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও জাতীয়করণের আওতায় আনতে হবে এবং শিক্ষকদের সরকারি বেতন-ভাতা প্রদান করতে হবে।







