চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে বিএনপির এক কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১১টি বন্দুক, ২৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ। এ সময় বিএনপির ওই কর্মী মুহাম্মদ কামাল (৫০)সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, কামাল স্থানীয়ভাবে সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী।
র্যাবের দাবি, অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
