আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৫ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, মনোনয়ন যাচাই এবং জোটভিত্তিক সমন্বয়সহ একাধিক কৌশল নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
ঘোষিত তালিকায় মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম এসেছে নিতাই রায় চৌধুরীর। এই আসনটি মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলা এবং সদর উপজেলার শত্রুজিংপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া ও বেরইল পলিতা ইউনিয়ন নিয়ে গঠিত।
এদিকে ঢাকার দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন নিজ এলাকায় বেশ কিছুদিন ধরে প্রচারণা চালালেও প্রার্থীদের প্রাথমিক তালিকায় তার নাম আসেনি। এ নিয়ে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ঘোষিত নামগুলো এখনো প্রাথমিক তালিকা। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
