চাঁপাইনবাবগঞ্জের বিতর্কিত দুই সাবেক এমপি আমিনুল ইসলাম ও হারুনুর রশীদকে আবারও মনোনয়ন দিয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে “রাতের ভোটের এমপি” হিসেবে সমালোচিত এই দুই নেতাকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে দলটি।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প–বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। যদিও এই সিদ্ধান্তে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির অভ্যন্তরীণ সূত্র বলছে, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর শপথ গ্রহণ করে এই দুই এমপি তৎকালীন শেখ হাসিনা সরকারকে বৈধতা দেন বলে অভিযোগ রয়েছে। সে সময় দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল। অথচ এবার সেই দুজনই আবার দলের মনোনয়ন পেয়েছেন।
নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক ও সাধারণ সম্পাদক সম্প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করে আমিনুল ইসলামকে মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানান। তাদের অভিযোগ, সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দলীয় নেতাকর্মী হত্যার অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় নেতা বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি (আমিনুল ইসলাম) কোনো আন্দোলনে ছিলেন না। নেতাকর্মীরা জেলে ছিলেন, কিন্তু তিনি পাশে দাঁড়াননি। এমন একজনকে মনোনয়ন দেওয়া হতাশাজনক।”
তবে জেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থীপ্রত্যাশী রফিকুল ইসলাম বলেন, “দলের সর্বোচ্চ নেতৃত্ব যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তার পক্ষেই কাজ করব। ধানের শীষের জয় নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।”
২০১৮ সালের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম পেয়েছিলেন ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট, আর আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ পেয়েছিলেন ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল ওদুদ পেয়েছিলেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।
