ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নেতা সর্ব মিত্র চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন, যেখানে তিনি সাম্প্রতিক একটি ভিডিও নিয়ে বিতর্ক, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং নিজের মানসিক চাপে ভোগার বিষয়টি তুলে ধরেছেন।
সর্ব মিত্র লিখেছেন, কয়েকদিন ধরে নির্ঘুম রাত কাটছে তার। হঠাৎ একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। পাল্টা যুক্তিও আসে— অভিযোগ ওঠে, ভিডিওতে থাকা ব্যক্তিটি মা দ কসেবী। তিনি বলেন, “দায়িত্বের জায়গাটা বিশাল, যতটা না কর্তৃত্ব।”
পোস্টে তিনি উল্লেখ করেন, নারী শিক্ষার্থীরা যখন হ্যারাসমেন্টের শিকার হন, তখন তাদের চোখের পানি, রাগ, ক্ষোভ— এগুলো একজন নারী ও একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলে কেউ অনুভব করতে পারবেন না।
সর্ব মিত্র বলেন, “প্রতিদিন ভাবি, চার-পাঁচটা পাতা উল্টিয়ে ক্রমের প্রায় শেষে ১৯৭ নম্বর ব্যালটে ভোট দিয়েছে। এটা স্রেফ একটা ক্রসচিহ্ন না, কত ভরসা করেছে মানুষগুলো!”
তিনি আরও জানান, রাত তিনটার দিকে প্রক্টরিয়াল বডির সঙ্গে ভবঘুরে তাড়ানোর সময় কয়েকজন বাইক নিয়ে ভিডিও ধারণ করে। সেই ভিডিও ঘিরেই শুরু হয় বিতর্ক ও রাজনৈতিক প্রচারণা।
পোস্টে তিনি অভিযোগ করেন, “দেখলাম, ‘অমর একুশে হলের ফুটপাত’ পরিচয় না দিয়ে পোস্টদাতা লিখেছে বার্ন ইনস্টিটিউট— যাতে এটাকে বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে বলে প্রচার করা যায়।”
রাজনীতি ও নারী নিরাপত্তা প্রসঙ্গে সর্ব মিত্র লিখেছেন, “তাদের কাছে নিরাপত্তা নয়, রাজনীতিই সব। তার ক্লাসের নারী ক্লাসমেটের নিরাপত্তা
