ময়মনসিংহের গফরগাঁওয়ে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ওই মুক্তিযোদ্ধার আব্দুল করিম (৬৮)। পরে স্থানীয়রা তাঁকে গাছের সাথে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পাগলা থানা পুলিশে সোপর্দ করেছে। ঘটনার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযুক্ত আব্দুল করিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ‘অভিযুক্ত আব্দুল করিম একই এলাকার এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
ওসি আরও বলেন, পুলিশ আসামিকে আনার সময় তার গলায় জুতার মালা ছিল না। সম্ভবত আগে তার গলায় জুতার মালা পরানো হয়েছিল। বর্তমানে আব্দুল করিমকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।







