নির্বাচনি কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট ইস্যুতে একটি ‘সমঝোতামূলক রূপরেখা’ তৈরির লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের জন্য জামায়াতে ইসলামী দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে।
এই কমিটিতে রয়েছেন দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ। বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি।
