নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। ঐতিহাসিক এই বিজয়ের পর মঙ্গলবার রাতে এক আবেগঘন ভাষণে তিনি বলেন, “অন্ধকারের এই মুহূর্তে, নিউইয়র্ক আলো হবে।” মাত্র ৩০ মিনিটের কম সময়ের এই ভাষণে তিনি নির্বাচনী প্রচারণার মূল প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেন এবং সকল নাগরিকের জন্য সমানভাবে কাজ করার অঙ্গীকার জানান।
৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট মেয়র তার নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেছেন—
- বাড়ির ভাড়ার লাগাম টেনে নিউইয়র্ককে আরও সাশ্রয়ী করে তোলা,
- শহরে বিনামূল্যে বাসসেবা চালু করা,
- এবং সকল শিশুর জন্য সর্বজনীন শিশু যত্নের ব্যবস্থা করা।
জোহরান মামদানি তার বক্তৃতায় বলেন, “আমি শুধুমাত্র যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের জন্য নয়; বরং এই শহরের প্রতিটি নাগরিকের জন্য কাজ করব। নিউইয়র্ক এমন এক শহর হবে, যেখানে প্রত্যেকে নিরাপদ, সম্মানিত ও আশাবাদী অনুভব করবে।”
তার এই বিজয় মার্কিন রাজনীতিতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
