মানিকগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলার নম্বর— মিস পিটিশন ১৪১/২৫।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত আমান দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ভুক্তভোগীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। বিষয়টি গোপন রাখার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।

মামলার এজহারের বিস্তারিত তুলে ধরা হলো, ❝বাদিনীর নালিশের বিবরণ এই যে, বাদিনী একজন সহজ সরল্য শান্তিপ্রিয় নিরীহ, আইন মান্যকারী অবলা নারী হইতেছে। পক্ষান্তরে আসামী একজন পরনারী লোভী, নারী ধর্ষক, প্রতারক, হার্মাদ ও আইন অমান্যকারী লোক হইতেছে। বাদিনীর পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মানিকগঞ্জ জেলার একজন নেতৃত্বস্থানীয় লোক ছিলেন। আসামী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রীয় কর্মী হইতেছে। উক্ত রাজনৈতিক পরিচয়ের সুবাদে আসামী ইতিপূর্বে বিভিন্ন তারিখে ও সময়ে বাদিনীর পিতার নিকট রাজনৈতিক প্রয়োজনে বাদিনীর পিত্রালয়ে আসা যাওয়া করিত। উক্ত আসা যাওয়ার সুবাদে আসামী বাদিনীর সহিত প্রেমের সম্পর্ক গড়িয়া তোলার নিমিত্তে প্রেম প্রস্তাব দিলে বাদিনী উহা প্রত্যাখান করায় আসামী বহু অনুনয় বিনয় করিয়া বাদিনীকে বিবাহ করিবে মর্মে আশ্বস্ত করিয়া বাদিনীর সহিত শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে বাদিনী ঘৃনা ভবে উক্ত প্রস্তাব প্রত্যাখান করায় আসামী বাদিনীর প্রতি বিরাগভাজন হইয়া বাদিনীকে ব্ল্যাকমেইল করিয়া বাদিনীর ইজ্জত হানীর ষড়যন্ত্রে লিপ্ত হইয়া ষড়যন্ত্রমূলক ক্রীয়াকলাপ চরিতার্থ করিতে থাকে। বাদিনী উক্ত বিষয়টি বুঝিতে ও অনুধাবন করিতে পারে নাই।

এক পর্যায়ে আসামী পূর্ব পরিকল্পিত মতে কু-অভিপ্রায়ে বাদিনীকে ইং ০৩/০৬/২০২৫ তারিখে ব্ল্যাক মেইল করিয়া নবীনগর স্মৃতি সৌধে বেড়াইতে যাওয়ার জন্য অনুরোধ করিলে সহজ সরলা বাদিনী আসামীর প্রতি সরল বিশ্বাসে নবীনগর স্মৃতি সৌধে গেলে নারী লোভী ও প্রতারক আসামী সু-কৌশলে বাদিনীকে একটি প্রাইভেটকারে তুলিয়া নেশা জাতীয় পদার্থ বাদিনীর নাকের সামনে ধরিয়া বাদিনীকে সঙ্গাহীন করিয়া অচেতন অবস্থায় ঢাকা আজিমপুর এলাকায় অজ্ঞাত নামা একটি বাসায় নিয়া যাইয়া বাদিনীর ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক বাদিনীকে ধর্ষন করে এবং উক্ত ধর্ষনের বিষয়টি ভিডিও করিয়া আসামী তাহার নিজ হেফাজতে রাখে। অতঃপর বাদিনীর জ্ঞান ফিরিলে বাদিনী আসামীকে উক্তরুপ অনৈতিক আচারনের বিষয়ে জিজ্ঞাসা করিলে আসামী বাদিনীকে হুমকি প্রদর্শন করিয়া বলে যে, আমার সহজ সরল প্রেম প্রস্তাবে রাজী না হইয়া তুমি গুরুতর অপরাধ করিয়াছ বিধায় বক্রপথ অবলম্বন করিয়া সু-কৌশলে তোমাকে ভোগ করিয়া আমার বহু দিনের মনোবাসনা পূর্ন করিলাম তোমাকে ধর্ষন করিবার ভিডিও আমার মোবাইলে ধারন করিয়াছি এই বিষয় লইয়া তুমি যদি বাড়াবাড়ি কর তাহা হইলে উক্ত ভিডিও ফেসবুক সহ সকল ইলেকট্রোনিক মিডিয়ায় ছাড়িয়া ভাইরাল করিয়া দিব।

উক্তরুপ ভীতি প্রদর্শন করিয়া দুর্বল অসুস্থ্য বাদিনীকে আসামী অজ্ঞাতনামা প্রাইভেটকার যোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড আনিয়া এনে রেখে চলে যায়। বাদিনী উক্ত বিষয়টি তাহার পিতাকে বলিলে বাদিনীর পিতা উক্ত লোমহর্ষক কাহিনী শুনিয়া হার্ট এ্যাটাক করিয়া বিগত ইং ২৪/০৭/২০২৫ তারিখে মৃত্যুবরন করিয়াছে। সহজ সরলা বাদিনী তাহার জীবনে ঘটে যাওয়া নিদারুন কাহিনী ও পিতার শোকে শোকাহত হইয়া একাকী বাড়িতে দূর্বিসহ জীবন যাপন পরিচালনা করিয়া আসিতেছে। ইতিমধ্যে দুর্দান্ত প্রকৃতির নারী লোভী আসামী আচমকা ঘটনার তারিখ ও সময়ে বাদিনীর পিত্রালয়ে আসিয়া বাদিনীকে একাকী পাইয়া কুশলাদী জিজ্ঞাসাবাদ করিলে বাদিনী আসামীকে তাহাদের বাড়িতে আসিবার কারন জিজ্ঞাসা করিয়া বাড়ী হইতে চলিয়া যাওয়ার জন্য বলিয়া বাদিনী তাহাদের বসত বাড়ীর পশ্চিম ভিটির বসত ঘরে তাহার শয়ন কক্ষে প্রবেশ করিলে আসামী উক্ত শয়ন কক্ষে প্রবেশ করিয়া বাদিনীকে বীরদর্পে ধাক্কা মারিয়া খার্টের উপরে চিৎ করিয়া ফেলিয়া দিয়া বাম হাত দিয়া বাদিনীর মুখ চাপিয়া ধরিয়া বাদিনীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বাদিনীর পড়নের সেলোয়ার টানিয়া খুলিয়া বাদিনীকে জীবনে মারিয়া ফেলিবার ভয় দেখাইয়া বাদিনীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক উপর্যুপরি ধর্ষন করে।

উক্ত ঘটনা বাদিনী কাউকে প্রকাশ করিলে আসামী বাদিনীকে জীবনে মারিয়া ফেলিবে মর্মে হুমকি দিয়া আসামী ঘর হইতে বাহির হইয়া বীরদর্পে চলিয়া যায় অসহায় বাদিনী উক্ত বিষয়টি লইয়া সাটুরিয়া থানায় মামলা দায়ের করিতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহন না করিয়া বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলার করার পরামর্শ দেয়। ঘটনা প্রমানে বাদিনীর পর্যাপ্ত সাক্ষ্যপ্রমানাদী আছে ও দিতে পারিবে। বাদিনী বিচার প্রার্থী।
অতএব হুজুর সমীপে বিনীত প্রার্থনা এই যে, উপরিউক্ত অবস্থাধীনে ও ন্যায় বিচারের স্বার্থে অত্র অভিযোগটি ফৌজদারী কার্যবিধি ১৫৬ (৩) ধারার বিধান মতে সংশ্লিষ্ট থানায় FIR হিসাবে গন্য করার বিহীত আদেশ দানে সুবিচার করিতে হুজুরের মর্জি হয়।❞
মামলাটি আমলে নিয়ে আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।







