মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— ফাতেমা (১৪), রাফিয়া (১২), আলিয়া (১১) ও মিম (১৪)। তারা সবাই স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চার শিক্ষার্থী একসঙ্গে শাপলা তুলতে মোমিনপুর বিলে যায়। কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মস্পর্শী। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।”
