বিএনপিতে যোগদানের পর প্রথম রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।
রোববার বিকেল পাঁচটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের মীর মুগ্ধ স্কয়ারে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ছাত্র–জনতার সমাবেশে তিনি বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে।”
মীর মাহবুবুর রহমান আরও বলেন,
“ফ্যাসিস্ট শেখ হাসিনা একজন খুনি। তিনি আমার ভাই মীর মুগ্ধসহ দুই হাজার মানুষকে হত্যা করেছেন, আহত করেছেন আরও ২০ হাজারকে। খুনি হাসিনার বিচার এই দেশের মাটিতেই হবে। বিএনপি ক্ষমতায় গেলে তাঁর প্রতিটি গুম, খুন ও হত্যার বিচার হবে।”

তিনি জানান, বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর এটিই তাঁর প্রথম রাজনৈতিক সমাবেশ।
“পুণ্যভূমি শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থান থেকে বিএনপির সঙ্গে আমার রাজনৈতিক পথচলা শুরু হলো,” — বলেন তিনি।
“শৈশব থেকেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নীতি ও ত্যাগ দেখে মুগ্ধ হয়েছি। তাঁর আদর্শেই বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি। শহীদ মুগ্ধকে হত্যার পর খুনি হাসিনা আমাকে ব্ল্যাংক চেকের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছি। খুনির সঙ্গে কোনো আপস করিনি।”
সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান প্রমুখ।







