রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সাইফ মামুনকে (৫৫)। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী জানিয়েছেন, নিহত সাইফ মামুন পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইমন–মামুন গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ বলেন, “বেলা ১১টার দিকে হঠাৎ হাসপাতালের সামনে গুলির শব্দ শোনা যায়। পরে বাইরে এসে দেখা যায়, সাইফ মামুন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন।”
প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের এক পরিচিত ফাইজুল হক অপু জানান, সাইফ মামুনের ফোন থেকেই তিনি গুলির ঘটনার খবর পান। পরে ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ শনাক্ত করেন। নিহত সাইফ মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকার এস এম ইকবালের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার ব্যাপারে সূত্রাপুর থানাকে অবহিত করা হয়েছে।
পুলিশ বলছে, হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বশত্রুতার জেরে সংঘটিত একটি টার্গেট কিলিং।
