ফটোকপির দোকানকে দলীয় কার্যালয় হিসেবে দেখিয়ে রাজনৈতিক সংগঠনের নিবন্ধনের আবেদন করার অভিযোগ উঠেছে ‘আমজনতার পার্টি’ নামের একটি নতুন সংগঠনের নেতা তারেক হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।
সূত্র জানায়, শহরের প্রধান সড়কের একটি ফটোকপি ও প্রিন্টিং দোকানের ঠিকানাকে ব্যবহার করে তারেক হোসেন “আমজনতার দল” নামে একটি নতুন রাজনৈতিক সংগঠনের নিবন্ধনের আবেদন করেন। কিন্তু স্থানীয় নির্বাচন অফিস ও থানা প্রশাসনের যাচাই-বাছাইয়ে দেখা যায়, উল্লিখিত ঠিকানাটি কোনো রাজনৈতিক কার্যালয় নয়, বরং এটি একটি বাণিজ্যিক দোকান।
স্থানীয়রা জানান, তারেক হোসেন দীর্ঘদিন ধরে ওই দোকানে ফটোকপির ব্যবসা পরিচালনা করছেন। সম্প্রতি তিনি নিজেকে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা দাবি করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেন।
নির্বাচন অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা প্রাথমিক যাচাইয়ে দেখেছি, উল্লিখিত ঠিকানাটি রাজনৈতিক কার্যালয় নয়। বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হচ্ছে।”
