লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন, পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে। তাঁর ধারণা, তদন্তের প্রাথমিক পর্যায়ে সোহেল তাজ ও মুন্নি সাহার নামও গ্রেপ্তারের তালিকায় থাকতে পারে। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আরেকটি পোস্টে পিনাকী ভট্টাচার্য আরও উল্লেখ করেন, বিডিআর বিদ্রোহ–সংক্রান্ত ঘটনায় জি কে মামুন ও মঞ্জুরুল আহসান বুলবুলও গ্রেপ্তার হতে পারেন বলে তাঁর অনুমান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুনঃতদন্তের দাবি ওঠে এবং গত ২৪ ডিসেম্বর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। তদন্তে নিহতদের পরিবার, রাজনৈতিক নেতা, সামরিক–বেসামরিক কর্মকর্তা, পুলিশ সদস্য, সাবেক ও বর্তমান বিডিআর-বিজিবি সদস্য, কারাবন্দি ব্যক্তি এবং তিনজন সাংবাদিকও সাক্ষ্য দিয়েছেন।
