বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি না—তা তার পরিবারের সদস্য ও দলীয় নেতাদের নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, “আন্তর্জাতিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা প্রস্তুত আছে।”
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। আবেদন করলেই ট্রাভেল পাস ইস্যু করা হবে।
তারেক রহমানের পাসপোর্ট রয়েছে কি না বা দেশে ফেরার বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এ মুহূর্তে তার কাছে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
