সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘হ্যাঁ ভোট’ মানে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া, আর ‘না ভোট’ মানে যেভাবে দেশ চলছে সেভাবেই চলতে দেওয়া—অর্থাৎ স্বৈরাচারী কাঠামো অব্যাহত রাখা। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, সরকার যে ধরনের প্রচার-প্রচারণা চালানোর কথা ছিল, তা এখনো করেনি। সরকার একটি জগদ্দল পাথরের মতো হয়ে আছে, আর এই জগদ্দল পাথর সরানো অত্যন্ত দুরূহ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার শিগগিরই প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালাবে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা অ্যাকাডেমিতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রের কয়েকটি মৌলিক সংস্কারের বিষয়ে এবারের নির্বাচনে নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ থাকবে। মোট ৪৮টি বিষয়কে চারটি ভাগে বিভক্ত করে চারটি প্যাকেজের মাধ্যমে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ভিত্তিতে গণভোট আয়োজন করা হবে। তিনি জানান, সুজনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং শিগগিরই গণভোটের বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে, যাতে মানুষ জেনে-বুঝে ভোট দিতে পারে। কী কী সংস্কার প্রস্তাব করা হচ্ছে এবং এসব সংস্কারের মাধ্যমে কী ধরনের সুফল আসতে পারে—তা জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি।
সংস্কার বিষয়ে গণভোট অন্তর্ভুক্তির প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করে ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনার দাবিতে তিনি নিজে আদালতে গিয়েছিলেন। বর্তমানে ত্রয়োদশ সংশোধনী আংশিকভাবে ফিরে এসেছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, পঞ্চদশ সংশোধনীর রায় গত বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও আপিল বিভাগে তা স্থগিত হয়েছে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছেন এবং আগামী মার্চে এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারিত হয়েছে। তখন দেশে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ অন্যান্যরা।







