শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। আজকের জন্য শাহবাগে স্থগিত থাকা অবরোধের কারণে মা–বোন ও শিশুদের রাতযাপন কষ্টকর হওয়ায় কর্মসূচি সাময়িকভাবে শেষ করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ২১২ কোটি টাকার লেনদেনের মাধ্যমে হাদি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার সময় গুলি চালানো ব্যক্তি সবচেয়ে ছোট অপরাধী হিসেবে চিহ্নিত হলেও, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে হত্যাকাণ্ডে আরও বড় প্রভাবশালী ব্যক্তি জড়িত।
উপদেষ্টা রেজওয়ান জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট গঠন ও দাখিল করা হবে এবং ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালেই বিচারিক রায় দেওয়া সম্ভব হবে। তবে ইনকিলাব মঞ্চ এই সময়সীমা প্রত্যাখ্যান করে তিন কার্যদিবসের মধ্যে চার্জশিট দাখিলের দাবি জানিয়েছে।
জাবেরকে বিভিন্ন জায়গা থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, শহীদ হলেও ইনসাফের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার অনুরোধ তিনি সকলের কাছে জানাচ্ছেন।
আগামীকাল ডিএমপি ডিবি পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে হত্যাকাণ্ড সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার।







