প্রকাশ্যে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি দলটির শাপলা কলি প্রতীক নিয়ে ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন, “শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসিরুদ্দিন পাটোয়ারী শাপলা কলি প্রতীকে লড়বেন এই আসনে।”
প্রসঙ্গত, শহীদ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। মাথায় গুলি করার পর হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, সেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
গত রবিবার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।







