ভোলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিফাত হত্যার বিচারের দাবিতে বিএনপির মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ও বিএনপি–বিজেপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে নতুন বাজারে জেলা বিজেপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শহরে সহস্রাধিক নেতাকর্মী বিকেলে একটি মিছিল বের করেন। মিছিল শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফেরার পথে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। একদল দুর্বৃত্ত জেলা বিজেপির অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ও নির্বাচনি লিফলেট ভাঙচুর করেন এবং অফিসে ময়লা নিক্ষেপ করেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা অভিযোগ করেছেন, হামলায় অফিসে তালা ভেঙে ঢুকে ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বলেন, মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং বিজেপি অফিস ভাঙচুরের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন, ককটেল বিস্ফোরণ ও দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে, পুলিশ তা নিয়ন্ত্রণে এনেছে।







