বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সোমবার দিবাগত রাতে জানিয়েছিলেন, খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। দেশ ও বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা সার্বক্ষণিক তদারকি করছিল।
খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও আকাশপথে ভ্রমণের অনুপযোগী হওয়ায় তা সম্ভব হয়নি।
তাঁর ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন।







