সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই উপলক্ষে আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
মন্ত্রীপরিষদ সচিব জানান, শেষ সময়ে যারা উপস্থিত ছিলেন, চিকিৎসকরাও জানান খালেদা জিয়ার পাশে ছিলেন। আগামীকাল বুধবার সংসদ ভবনে বাদ জোহর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।







