বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট শাসনামলে বেগম খালেদা জিয়াকে কারাগারে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের মাধ্যমেই তার জীবন বিপন্ন করে দেওয়া হয়। তার মতে, ওই নির্যাতন না হলে হয়তো এত দ্রুত তাকে হারাতে হতো না। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর পেছনে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের অবশ্যই দায় রয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
আইন উপদেষ্টা আরও বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল, যা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। একটি প্রহসনমূলক ও সাজানো রায়ের মাধ্যমে তাকে জেলে পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়। পরবর্তীতে চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও সেই রায়কে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে এবং তার চিকিৎসা, কারাবাস ও মৃত্যুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।







