মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ফের হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করে, তবে দেশটির বিরুদ্ধে বড় ধরনের আরেকটি হামলা সমর্থন করবে যুক্তরাষ্ট্র।
ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, গত জুনে মার্কিন হামলার পরও ইরান আবার পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলে তার কাছে তথ্য রয়েছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি শুনেছি তারা পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদি তারা সত্যিই এমন কিছু করে, তাহলে আমরা আগেরবার ধ্বংস হওয়া স্থাপনার বদলে অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানব।”
ইরানকে সতর্ক করে তিনি আরও বলেন, “আমরা জানি তারা কোথায় যাচ্ছে এবং কী করছে। আমি আশা করি তারা পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে সরে আসবে। কারণ আমাদের বি-২ বোমারু বিমান দিয়ে ৩৭ ঘণ্টার দীর্ঘ মিশনে যেতে হয়, যা আমরা বারবার করতে চাই না।”
এদিকে মার্কিন প্রশাসন বর্তমানে তেহরানের সঙ্গে সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে চলতি মাসে ইরান দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে বলে জানা গেছে।







