বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে বর্তমানে পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। সেখানে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে মির্জা আব্বাস, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান উপস্থিত আছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সেখানে অবস্থান করছেন।
তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন এসব তথ্য নিশ্চিত করেছেন।







