বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে আজ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডুয়েন ডিঙ্গেল।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আগমন সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকায় পৌঁছাবেন। পরে তিনি জাতীয় সংসদ প্লাজায় যাবেন এবং সেখানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাবেন। একই স্থানে সরকারের প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
এদিকে, বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত ওই বাসায় ফ্রিজিং গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ ছড়িয়ে পড়ে।
ভিডিও ফুটেজে দেখা যায়, মায়ের মরদেহবাহী গাড়ির পাশে একটি চেয়ারে বসে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া করছেন ছেলে তারেক রহমান। এই বাসভবনেই পরিবার, আত্মীয়স্বজন ও দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা শেষবারের মতো বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।







