ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানান, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন এবং সেই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
ডা. তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার নিয়ম রয়েছে। নির্ধারিত সংখ্যার চেয়ে প্রায় ২০০টি অতিরিক্ত স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করে, যার মধ্যে আটজনের তথ্য সঠিক পাওয়া যায়। তবে দুইজন ভোটারের ক্ষেত্রে দেখা যায়, তারা ঢাকা-৯ আসনের ভোটার নন।
তিনি বলেন, ওই দুইজন নিজেদের ঢাকা-৯ আসনের ভোটার বলে জানতেন এবং তাঁদেরও জানার কোনো উপায় ছিল না যে তারা অন্য আসনের ভোটার। একজন খিলগাঁও এলাকায় বসবাস করায় তিনিও ধারণা করেছিলেন যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার। ভোটারদের কোন আসনের অন্তর্ভুক্ত তা যাচাই করার মতো কোনো কার্যকর ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাখা হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন ডা. তাসনিম জারা। এরপর তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।







