ভেনেজুয়েলার তেল শিল্প দখলের উদ্দেশ্যেই সাম্প্রতিক হামলা চালানো হয়েছে কি না—এমন প্রশ্ন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন।
ট্রাম্পের নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছাই রঙের ট্র্যাক স্যুট পরা মাদুরোর চোখ কালো বন্ধনী দিয়ে বাঁধা। তাঁর হাতে একটি পানির বোতলও দেখা গেছে। ছবিটি প্রকাশের পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এদিকে ট্রাম্প বলেছেন, কট্টর যুক্তরাষ্ট্রবিরোধী নিকোলাস মাদুরো ক্ষমতায় না থাকায় ভবিষ্যতে ভেনেজুয়েলার তেল শিল্পে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালীভাবে জড়িত’ হবে। তাঁর এই বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে যে, সাম্প্রতিক হামলা ও রাজনৈতিক পরিবর্তনের পেছনে তেলসম্পদই প্রধান কারণ কি না।
বিশ্বে প্রমাণিত তেলের সবচেয়ে বড় মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। দেশটিতে বর্তমানে আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভ আছে বলে বিভিন্ন আন্তর্জাতিক হিসাব-পরিসংখ্যানে উল্লেখ করা হয়। দীর্ঘদিন ধরে সৌদি আরবকে বৃহত্তম তেলসম্পদের দেশ হিসেবে ধরা হলেও, রিজার্ভের পরিমাণে ভেনেজুয়েলা তাদের চেয়েও এগিয়ে রয়েছে। তুলনামূলকভাবে, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের হাতে সাদ্দাম হোসেনের পতনের আগে ইরাকের তেলের রিজার্ভ ছিল প্রায় ১১৩ বিলিয়ন ব্যারেল।
এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য ও মাদুরোর ছবি প্রকাশ ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশটির তেল শিল্পে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
