বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিন দফা দাবি ঘোষণা করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জের শায়েস্তগঞ্জ থানার ওসি প্রত্যাহারসহ গ্রেপ্তার মাহদীর নিঃশর্ত মুক্তি, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি এবং জুলাই বিপ্লবে অবদান রাখা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা।
ঘোষিত দাবির প্রথম দফায় বলা হয়, মাহদীকে কেবল জামিন নয়, নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং হবিগঞ্জের শায়েস্তগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
দ্বিতীয় দফায় দাবি করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করতে হবে।
তৃতীয় দফায় বলা হয়, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সামরিক, আধা সামরিক এবং বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ করতে হবে। একই সঙ্গে তাদের সম্মাননা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠনের দাবিও জানানো হয়। পাশাপাশি ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষাণলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে পদায়নের দাবি জানানো হয়েছে।
