পাকিস্তান বিমান বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘তৈমুর’ নামের একটি অত্যাধুনিক এয়ার-লঞ্চড ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল পরিচালিত এই পরীক্ষায় মিসাইলটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে বলে জানানো হয়েছে।
পাকিস্তান সামরিক সূত্র অনুযায়ী, ‘তৈমুর’ মিসাইলটির পাল্লা প্রায় ৬০০ কিলোমিটার। এটি স্থল ও সমুদ্র—উভয় ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মিসাইলটির অন্যতম বৈশিষ্ট্য হলো অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে গিয়ে শত্রুপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতা।
পরীক্ষা সফল হওয়ায় পাকিস্তান বিমান বাহিনীর আক্রমণ সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ক্রুজ মিসাইল দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।
পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষার মাধ্যমে দেশটির প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীলতা এবং আধুনিক যুদ্ধপ্রযুক্তি উন্নয়নের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল।
