জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে একযোগে একই ধরনের সংবাদ প্রকাশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলের প্রশ্ন—সংবাদমাধ্যমে জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে কি পরিকল্পিত বা সিন্ডিকেটেড প্রচারণা শুরু হয়েছে, যার পেছনে কোনো এজেন্সির ভূমিকা রয়েছে?
ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহ। তিনি পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট সংগঠন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারের মধ্যেই তার বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে একই ধরনের সংবাদ প্রকাশ পেতে দেখা যায়।
গত ৩ জানুয়ারি ২০২৬ এটিএন নিউজ, দেশ টিভি, চ্যানেল আইসহ কয়েকটি গণমাধ্যমে একই শিরোনাম, একই ছবি ও প্রায় অভিন্ন বক্তব্যে সংবাদ প্রচার করা হয়। এসব প্রতিবেদনে তাকে আওয়ামী লীগের ছত্রছায়ায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরে বর্তমানে জামায়াতের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।
এ ধরনের অভিন্ন শিরোনাম ও ছবি ব্যবহার করে একযোগে সংবাদ প্রচারকে অস্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের একাংশ। তাদের ধারণা, পূর্বপরিকল্পনা বা সমন্বয় ছাড়া একাধিক গণমাধ্যমে একইভাবে সংবাদ প্রকাশ করা সম্ভব নয়।
এ প্রসঙ্গে অতীতের একটি ঘটনার কথাও আলোচনায় এসেছে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম একসময় স্বীকার করেছিলেন, ১/১১-এর সময় বিভিন্ন এজেন্সি থেকে বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে এবং তৎকালীন নেতাদের সমালোচনামূলক লেখা পাঠানো হতো, যা প্রকাশ করা তার ভাষায় ‘ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট’ ছিল।
বর্তমান পরিস্থিতিতে জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে প্রকাশিত সাম্প্রতিক এসব সংবাদকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হচ্ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টির নিরপেক্ষ অনুসন্ধান ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
