তুরস্কের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হলো নতুন একটি দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম সংযোজনের মাধ্যমে। দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN) নির্মিত ‘সিপার প্রোডাক্ট–১’ সিস্টেমের একটি নতুন ব্যাটারি আনুষ্ঠানিকভাবে তুর্কি সশস্ত্র বাহিনীর (টিএসকে) অস্ত্রভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তুরস্কের সমন্বিত আকাশ প্রতিরক্ষা কাঠামো ‘স্টিল ডোম’-এর অংশ হিসেবে যুক্ত হওয়া এই ব্যাটারিটির স্বয়ংক্রিয় গ্রহণযোগ্যতা পরীক্ষা এবং লাইভ ফায়ার টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় নির্ধারিত সব প্রযুক্তিগত মান ও অপারেশনাল সক্ষমতা পূরণ করেছে বলে জানানো হয়েছে।

সিপার প্রোডাক্ট–১ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উন্নয়ন করা একটি দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রু যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ বিভিন্ন আকাশভিত্তিক হুমকি শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। আধুনিক রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং উচ্চগতির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে এটি তুরস্কের আকাশসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন এই ব্যাটারি যুক্ত হওয়ার ফলে তুরস্কের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হলো। একই সঙ্গে বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য বাস্তবায়নে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।







