জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে আটক শিক্ষার্থী মো. ফজলে জাওয়াদকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জানুয়ারি (রোববার) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসনের অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষের একটি লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মো. ফজলে জাওয়াদকে আটক করা হয়।
হল প্রশাসনের দাখিল করা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮–এর ৪(১)(গ) ধারায় তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, অভিযানের সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ও হল সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।







