ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় সোমবার দেশটির আইনসভা জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ তাকে শপথ পাঠ করান।
যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর ভেনেজুয়েলায় রাষ্ট্রপতির পদ কার্যত শূন্য হয়ে পড়ে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় ৫৬ বছর বয়সী ডেলসি রদ্রিগেজকে।
বেসরকারি খাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্যের জন্য পরিচিত ডেলসি রদ্রিগেজ পেশায় একজন শ্রম আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে ডেলসি রদ্রিগেজ বলেন, ‘আমাদের মাতৃভূমির বিরুদ্ধে অবৈধ সামরিক আগ্রাসনের কারণে ভেনেজুয়েলার জনগণ যে দুর্ভোগের মুখে পড়েছে, তা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।’ তিনি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ‘বীর’ হিসেবে অভিহিত করেন।
এ সময় তিনি দেশের শান্তি, জনগণের আধ্যাত্মিক প্রশান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, মাদুরোর ঘনিষ্ঠ মিত্র ডেলসি রদ্রিগেজ ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
সূত্র: বিবিসি







